
এম এইচ কবির
কামালের বার্ত্তী বাঙ্গালপাড়া মডেল SESIP উচ্চ বিদ্যালয়
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
একজন শিক্ষক হিসেবে আমি সবসময় বিশ্বাস করি — শিক্ষা হচ্ছে আলোর পথ, যার মাধ্যমে একটি জাতিকে উন্নতির চূড়ায় পৌঁছানো সম্ভব। আমাদের বিদ্যালয় সেই আলোর পথ দেখাচ্ছে নিরন্তরভাবে। আমি, এম এইচ কবির, প্রধান শিক্ষক হিসেবে গর্ববোধ করছি যে, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের শুধু একাডেমিক সাফল্য নয়, বরং চারিত্রিক দৃঢ়তা, নৈতিকতা এবং দেশপ্রেমে গড়ে তুলছে।
আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যে পাঠদান পদ্ধতিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার জন্য আমরা অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব গঠনে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শিক্ষার মান উন্নয়নে শুধু বিদ্যালয় নয়, বরং অভিভাবক, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমি ধন্যবাদ জানাই সকল অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের, যাঁরা আমাদের পাশে থেকে নানা সময় পরামর্শ, সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
আমাদের প্রিয় শিক্ষার্থীদের বলব —
“তোমরা স্বপ্ন দেখো, পরিশ্রম করো, অধ্যবসায় ধরো — তোমাদের মাঝেই ভবিষ্যতের নেতৃত্ব গড়ে উঠবে।”
আসুন, সবাই মিলে আমাদের বিদ্যালয়কে শুধু একটি মডেল স্কুল নয়, বরং একটি নৈতিক, প্রযুক্তিনির্ভর ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি।
শ্রদ্ধা ও ভালোবাসা সহ,
এম এইচ কবির
প্রধান শিক্ষক
কামালের বার্ত্তী বাঙ্গালপাড়া মডেল SESIP উচ্চ বিদ্যালয়